¡Sorpréndeme!

রাস্তা ফাঁকা : যাত্রী খুঁজে পাচ্ছে না গণপরিবহন! || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

ঈদুল ফিতরের সকাল থেকেই যেখানে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় জমে থাকার কথা, সেখানে বছরের নিত্যদিনের সমান দর্শনার্থীর আগমন ঘটেনি। প্রতি ঈদেই নামাজ পড়া শেষে মানুষের ঢল নামে চিড়িয়াখানায়। শিশু থেকে শুরু করে সকল বয়সী নারী-পুরুষ সকাল সকাল ভিড় জমান চিড়িয়াখানায়। তবে এবার শুক্রবারের সমান মানুষও আসেনি।

চিড়িয়াখানায় ঢোকার জন্য গেটে ১৪টি কাউন্টারের সাতটিই ছিল বন্ধ। যে সাতটি কাউন্টার খোলা তাতেও বসে বসে অলস সময় পার করতে দেখা গেছে কর্মীদর। যদিও দুপুরের পর বৃষ্টি একটু কমলে মানুষজনের সমাগম বেড়েছে। তারপরও চিড়িয়াখানায় দায়িত্বরত বললেন, শুক্রবারের মতো দর্শনার্থীও দেখা মিলছে না প্রাণিরাখা এই বিনোদন কেন্দ্রে।...